ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিউইয়র্ক। এতে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় হঠাৎ বিপদে পড়া বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, টিস্যু এবং হাইজেনিক পণ্য।
নিউইয়র্কের জ্যামাইকায় এই কর্মসূচি পালিত হয়। প্রথমদিন মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয় গতকাল শুক্রবার। এরপর শনিবারও দ্বিতীয় দিনের মতো বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশ-বিদেশের সুপরিচিত চ্যারিটি সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ।
দ্বিতীয় দিনে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ইমাম জাফির আলী, কমিউনিটি লিডার ওসমান গনী, ডা. ওয়াজেদ এ খান, সাইফুল ইসলাম, কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ আলামীন রাসেল, রহমান, গুলজার, কবির হোসেন, আফরোজা বেগমসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।