গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-এর পক্ষ থেকে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য দুজন আলেমকে সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন- মসজিদ মিশন সেন্টার নিউইয়র্ক-এর ইমাম ও ধর্মীয় শিক্ষক মুহাম্মদ মনজুরুল করিম এবং নিউইয়র্কে বসবাসরত আল মারকাযুল হানাফী বাংলাদেশ-এর পরিচালক মুফতি নোমান কাশেমি।
গতকাল ২ জুলাই তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দারুল উলুম নিউইয়র্কের প্রধান জনাব আলহাজ বরকত উল্লাহ, আল্লামা আজিজুর রহমান এবং আইটিভি ইউএসএ-এর প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া বিপুল সংখ্যক মুসল্লি সেখানে উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মুহাম্মদ মনজুরুল করিম বলেন, এটা অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত। কমিউনিটির মাঝে ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দিতে এই সম্মাননা আমাকে প্রেরণা জোগাবে। মুফতি নোমান কাশেমি বলেন, আইটিভির পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত, আনন্দিত। আল্লাহ তায়ালা আয়োজকদের উত্তম জাযা দান করুন।