কাফি খান
চলে গেলেন প্রবীণ বেতার ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী কাফি খান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর ।
বিষয়টি নিশ্চিত করেছে ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগ। জানানো হয়েছে, ১৯৬৬ সালে ভিওএ-তে যোগ দেন কাফি খান । ৭১-এ ওয়াশিংটন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন এই বেতার ব্যক্তিত্ব। অবসরে যান ১৯৯৪ সালে।
আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেও বেতারের সাথেই সম্পৃক্ত ছিলেন কাফি খান। ১৯৯৯ সাল থেকে বেশকিছু দিন খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন USIA ( তদনীন্তন USIS)’এ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এই গুণীজন।