কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রবাসের ১২ জন নারীকে সম্মাননা প্রদান করেছে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ। গত ১৮ জুন শুক্রবার সন্ধ্যায় ফ্লাশিংস্থ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ‘সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে ওই ১২ নারীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
সম্মাননা পাওয়া নারীরা হলেন- বিশিষ্ট চিকিৎসক ডা. জাকিয়া হোসেন, আশো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, রিয়েল এস্টেট ব্যবসায়ী শায়লা আজীম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সালেহা আলম, সমাজকর্মী রূপা খানম, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রোকেয়া আক্তার, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, টিভি অভিনেত্রী রিচি সোলায়মান, নিউজ প্রেজেন্টার নূপুর চৌধুরী, সাংবাদিক মনিজা রহমান ও সাংবাদিক মল্লিকা খান মুনা।
ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এবং তার প্রাণবন্ত উপস্থাপনায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়জ। এছাড়াও প্রধান বক্তা ছিলেন কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহামুদা সুলতানা, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, সাংবাদিক দর্পণ কবীর ও হাসানুজ্জামান সাকী, কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলম, নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, মূলধারার রাজনীতিক দীলিপ নাথ, এনওয়াইপিডি’র বাংলাদেশী অফিসার রাসেক মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এ আজাদ।