Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শাহানা হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২৩ জুন ২০২১

আপডেট: ১৯:৩০, ২৩ জুন ২০২১

বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শাহানা হানিফ

নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। নিউইয়র্কের বোর্ড অব ইলেকশনের পক্ষ থেকে প্রকাশ করা ‘আনঅফিসিয়াল’ ফলাফলে উঠে এসেছে এমন তথ্য।

ফলাফলে উল্লেখ করা হয়, ইতোমধ্যে মোট ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে শাহানা হানিফ অন্য প্রার্থীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। মোট ১০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিনিধি ব্রাডন ওয়েস্ট পেয়েছেন ৭ হাজার ২৩৫ ভোট।

ডিস্ট্রিক্ট-৩৯ এর লড়াইয়ে মোট ভোট পড়েছে ৩১ হাজার ৯৫২টি। এর মধ্যে প্রায় ৩৩ শতাংশই একা ছিনিয়ে নিয়েছেন শাহানা হানিফ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা তিনি। দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।

সংবাদটি শেয়ার করুনঃ