যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে- এমন সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, শিগগির দূতাবাস ও কনস্যুলেট অফিসের মাধ্যমে এই পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী গত ১৬ জুন উডসাইডের কুইন্স প্যালেসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নিউইয়র্কস্থ বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তীব্র সংকটের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, আমেরিকায় বহু ভ্যাকসিন মজুদ পড়ে আছে। অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে যাবে। এসব ভ্যাকসিন বিশেষ করে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন পেলে বাংলাদেশর খুবই উপকার হবে।