Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্বাস্থ্যবিধি থেকে মুক্ত হচ্ছে নিউইয়র্ক

তানজিদা মেহের

প্রকাশিত: ২৩:০৪, ১৯ জুন ২০২১

আপডেট: ১৪:১২, ৫ জুলাই ২০২১

স্বাস্থ্যবিধি থেকে মুক্ত হচ্ছে নিউইয়র্ক

নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে করোনা সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি আরও শিথিল করা হয়েছে। ১৪ জুন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পুরো স্বাস্থ্যবিধি যেকোনো সময় তুলে নেওয়া হবে। আগামী ৪ জুলাইয়ের পর থেকে স্বাভাবিক চেহারায় ফিরবে নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রে ১৫ জুন পর্যন্ত করোনা মহামারিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ছয়লাখ মানুষের।

নিউইয়র্কে করোনার টিকাদান কর্মসূচিও চলছে বিপুল হারে। প্রায় আশিভাগ টিকা দেওয়ায় করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। এ অবস্থায় দেশটির অধিকাংশ অঙ্গরাজ্য স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেত গ্রীষ্মের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এরই মধ্যে বিধিনিষেধ শিথিল করেছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া। এর ফলে অনেক মার্কিনরা এবার একটি স্বাভাবিক সামার উপভোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুনঃ