
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে সরিয়ে নেওয়া হচ্ছে। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসহ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ওয়াশিংটন মিশনে পরিবর্তনের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। সেখানে শহীদুল ইসলামকে ফিরিয়ে তার স্থলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মোহাম্মদ ইমরানকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে মোহাম্মদ ইমরানের বিষয়ে অনাপত্তিপত্র চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জবাব পেলেই বিষয়টি কার্যকর করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।