
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতিসংঘের সামনে একুশে উদযাপন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
শেকড়ের সন্ধানের আয়োজন ও শাহ্ গ্রুপ নিউইয়র্ক-এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও মর্যাদা বৃদ্ধিতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন বিশ্বজিৎ সাহা। মুক্তধারা নিউইয়র্ক, মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা একে অপরের পরিপূরক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোক্তা বিশ্বজিত সাহা। তিনি তার প্রবন্ধে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের যুগপদ চলার ৩০ বছরকে অভিবাসী সমাজে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।