Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকায় মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ১ মার্চ ২০২২

ঢাকায় মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতিসংঘের সামনে একুশে উদযাপন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। 

শেকড়ের সন্ধানের আয়োজন ও শাহ্ গ্রুপ নিউইয়র্ক-এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও মর্যাদা বৃদ্ধিতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন বিশ্বজিৎ সাহা। মুক্তধারা নিউইয়র্ক, মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা একে অপরের পরিপূরক। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোক্তা বিশ্বজিত সাহা। তিনি তার প্রবন্ধে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের যুগপদ চলার ৩০ বছরকে অভিবাসী সমাজে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ