Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ৩২২ জন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২

ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ৩২২ জন

বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকায় জায়গা পেয়েছেন ৩২২ জন। আজ ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম এই তথ্য নিশ্চিত করেন। 

সবশেষ পাওয়া হিসেব অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। 

এছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে। সবমিলিয়ে প্রস্তাবিত নামের সংখ্যা ৩২২।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ