গাজীপুরের কালীগঞ্জে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান ডা. ওয়াদুদ ভূঁইয়া।
ট্রাষ্টি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, জনতা ব্যাংকের পরিচালক মু. আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মনির উদ্দন আহমেদ প্রমুখ।
এ সময় নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি, ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, টাষ্ট্রি হাসনাত দীনা, আশরাফুল ইসলাম খান, জাহিদুর রহমানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের বাইরেও অনেক কিছু জানতে হবে। এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যতম। দেশকে ভালবেসে নিজের দেশ প্রেমকে জাগ্রত করতে হবে। মেধাবীদের সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। তাই সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রতিবাদ করতে হবে।'
জানা গেছে, সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় জন, রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের চার জন, বোয়ালী উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের দু'জন করে ও নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ বিদ্যালয়, খৈকড়া উচ্চ বিদ্যালয়, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়, চুপাইর উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী উচ্চ বিদ্যাল, বাঘুন মদিনাতুল আলিম মাদ্রাসাসহ আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে মোট ২৫ জন শিক্ষার্থীকে দুই লক্ষ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
এছাড়াও, এ প্রকল্পের পক্ষ থেকে উপজেলার প্রতিভা মডেল একাডেমি ও মিফতাহুল দারুল উলুম মাদ্রাসাকে এক লাখ টাকা করে দুই লক্ষ টাকার অনুদান এবং মানবিক আবেদনের প্রেক্ষিতে ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়।