Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এবার প্রবাসীদের দেবার পালা: শেখ হাসিনা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০৭:২৪, ২৯ জুলাই ২০২১

এবার প্রবাসীদের দেবার পালা: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এতোদিন প্রবাসীরা দিয়েছেন, এবার আমরা তাদের দেব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করোনার কারণে যারা দেশে ফিরে এসেছেন তাঁরা সম্মানজনক পেশায় যুক্ত হতে পারবেন। পাশাপাশি আরও উন্নত প্রশিক্ষণ নিয়ে আবারও বিদেশে ফিরে যেতে পারবেন বলে জানান বঙ্গবন্ধু কন্যা। 

গতকাল ২৮ জুলাই বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী প্রবাসীদের ভাগ্য বদলের এসব কথা জানান।  

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার কারণে প্রায় পাঁচ লাখ প্রবাসী দেশে ফিরে এসেছেন। তাঁদের কর্মসংস্থানে উদ্যোগ নিয়েছে সরকার। সহায়ক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এবং মৃত কর্মীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া হচ্ছে একটি প্রকল্প। এর আওতায় বিদেশফেরত প্রায় দুই লাখ কর্মীকে ওরিয়েন্টেশন ও কাউন্সেলিং করা হবে। এরপর প্রত্যেক কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এমন তথ্যও জানান পরিকল্পনামন্ত্রী।

সংবাদটি শেয়ার করুনঃ