Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হামফ্রে ফেলোশিপ আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৮, ৩০ জুন ২০২১

হামফ্রে ফেলোশিপ আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

হামফ্রে ফেলোশিপ আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য হিউবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামে আবেদনপত্র নেওয়া শুরু করেছে। এক বছর মেয়াদি এই ফেলোশিপ সরকারি, বেসরকারি ও এনজিও সংস্থায় কর্মরত পেশাজীবীদের জন্য উম্মুক্ত। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ জুলাই, ২০২১। 
ফেলোশিপের জন্য নির্ধারিত বিষয়/খাতসমূহ: 

১. মানব ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য: অর্থনৈতিক উন্নয়ন, জননীতি বিশ্লেষণ ও জনপ্রশাসন,
মানব সম্পদ ব্যবস্থাপনা।
২. অধিকার ও স্বাধীনতা: যোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা, আইন ও মানবাধিকার, মানবপাচার নীতি ও প্রতিরোধ।
৩. টেকসই ভূমি: কৃষি ও পল্লী উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ, পরিবেশগত নীতি ও জলবায়ু পরিবর্তন, নগর ও আঞ্চলিক পরিকল্পনা।
৪. সমৃদ্ধশালী সম্প্রদায়: ছোঁয়াচে ও সংক্রামক রোগ, জনস্বাস্থ্য নীতি ও ব্যবস্থাপনা, এইচআইভি/এইডস, নীতি ও প্রতিরোধ, মাদকের অপব্যবহার বিষয়ক শিক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ, শিক্ষা প্রশাসন, পরিকল্পনা ও নীতি, উচ্চ শিক্ষা প্রশাসন, বিদেশী ভাষা হিসাবে ইংরেজি শেখানো।

এই ফেলোশিপের জন্য আবেদন করতে হলে একজন আবেদনকারীকে অবশ্যই যেসব মানদণ্ডগুলো পূরণ করতে হবে-
১.  বাংলাদেশি নাগরিক এবং আবেদন করা ও আবেদনপত্র বাছাই প্রক্রিয়া চলাকালীন সময়ে বাংলাদেশে অবস্থান করতে হবে।
দ্বৈত নাগরিক (বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র) কিংবা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।
২. আবেদনকারীকে অবশ্যই তরুণ ও মধ্য-পর্যায়ের নেতৃত্বশীল পদে থাকা পেশাজীবী হতে হবে।
৩.সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছেন এমন কেউ হতে পারবেন না।
৪.পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের শিক্ষা কার্যক্রম শেষ করার সনদ থাকতে হবে।
৫.বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের পূর্ণকালীন কাজ করার পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (২০২২ সালের আগস্টের আগে) এবং তাদের শিক্ষা ও কাজ সংশ্লিষ্ট ক্ষেত্রের নীতিগত দিকগুলোতে আগ্রহ থাকতে হবে।
৬.শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা অ্যাকাডেমিক গবেষক এই ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না, তাদের অবশ্যই ব্যবস্থাপনার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
৭.২০২২ সালের আগস্ট মাসের পূর্ববর্তী সাত বছরের মধ্যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের কোন স্নাতক স্কুলে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময়ের জন্য লেখাপড়ায় অংশ নিয়ে থাকলে তিনি অযোগ্য হবেন।
৮.২০২২ সালের আগস্টের পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে ছয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিজ্ঞতা থাকলে তিনি এই ফেলোশিপের জন্য যোগ্য হবেন না।
৯.ইংরেজি লেখা ও কথা বলা উভয়ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং টোফেল স্কোর কমপক্ষে ৫২৫ (পেপার-ভিত্তিক) কিংবা ৭১ (ইন্টারনেট-ভিত্তিক) হতে হবে। 
১০. ফেলোশিপ শেষ হওয়ার পর বাংলাদেশে ফিরে আসতে হবে।

আবেদনকারীকে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে: https://apply.iie.org/huberthhumphrey.  এই কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন:  https://www.humphreyfellowship.org/.

সংবাদটি শেয়ার করুনঃ