Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশে শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ২৮ জুন ২০২১

আপডেট: ১৮:৫৪, ২৮ জুন ২০২১

বাংলাদেশে শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

বাংলাদেশে প্রাণঘাতী করোনা মহামারি শুরুর পর এবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় তাদেরকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। এ নিয়ে বাংলাদেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জন। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুনঃ