Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

খোঁজ মিলেছে ইসলামি বক্তা আবু ত্ব-হার

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জুন ২০২১

খোঁজ মিলেছে ইসলামি বক্তা আবু ত্ব-হার

গত ১০ জুন নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। অবশেষে এক সপ্তাহের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে। আজ শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার কিছুক্ষণ আগে তার খোঁজ মিলেছে রংপুর মহানগরীর মাস্টার পাড়া এলাকায়। 

তার শ্যালক জাকারিয়া হোসেন জানান, তাকে বিপর্যস্ত দেখাচ্ছিল। ঘরে প্রবেশ করে শুধু এক গ্লাস পানি পান করেছেন। প্রশ্ন করা হলে বলেছেন, পরে সবকিছু বলবেন। কিছু খাবার দেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু খেতে পারেননি। তার আগেই পুলিশ এসে নিয়ে গেছে। তাই আমরাও কিছু বলতে পারবো না।

গত ১০ জুন দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এই ইসলামি বক্তা। ওইদিন রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী সাবিকুন্নাহারের। তখন গাবতলী অবস্থান করছিলেন তিনি। ৩টা থেকে আবু ত্বহা আদনানের ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের সময় গাড়িচালকসহ তিন সহকর্মী ছিলেন তার সঙ্গে।

দেশের গণ্ডি পেরিয়ে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টি আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক পর্যায়েও। তার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংবাদটি শেয়ার করুনঃ