Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নাইন ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলমানের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২১

নাইন ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলমানের সংখ্যা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর মানবেতিহাসের অন্যতম কালো দিন। এদিন নৃশংস হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই হামলার জন্য আল কায়েদাকে দায়ী করা হয়। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের মুসলমানরা চাপে পড়ে যান। বাড়তে থাকে হেইট ক্রাইম। 

এই ঘটনার দুই দশক পর এসে লক্ষ্য করা গেছে ভিন্ন চিত্র। ওই হামলার পর থেকে অনেক আমেরিকান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাইরে থেকেও মুসলমানরা প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। সবমিলিয়ে তাদের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত বাড়তে লাগলো।

যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি শুমারিতে বলা হচ্ছে, ২০০০-২০১০ সালের মধ্যে মুসলমানদের সংখ্যা ১ মিলিয়ন (১০ লাখ) থেকে বেড়ে দাঁড়ায় ২.৬ মিলিয়নে (২৬ লাখ)। জনসংখ্যার এই বৃদ্ধির হার ৬৭ শতাংশ। পিউ রিসার্চের তথ্য মতে, ২০১৭ সালে আমেরিকায় মুসলমানের সংখ্যা পৌঁছে যায় ৩.৪৫ মিলিয়নে।

পাবলিক রিলিজিয়ন রিসার্স ইনস্টিটিউটের তথ্যে বলা হচ্ছে, এই বিপুলসংখ্যক জনসংখ্যা বৃদ্ধির পরও ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার তুলনায় মুসলিমদের সংখ্যা হয় ১%। দেশটির ৭০% খ্রিষ্টান ও ২৩% ধর্মহীন।

২০২০ সালের নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ডেমোক্র্যাটিক কনভেনশন ডেলিকেট সিনথিয়া কক্স উবালদোর সাক্ষাৎকার নিয়েছিল। সিনথিয়া ওহিও অঙ্গরাজ্যের কর্মী। তিনি ১১ সেপ্টেম্বর পেন্টাগনে হামলার পর ইসলাম গ্রহণ করেন।

সিনথিয়া বলছেন, ওই হামলা সম্পর্কে গবেষণা করতে গিয়ে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি ইসলামের মূল আইন-কানুন সম্পর্কে জানছিলেন, তখন তিনি বুঝতে পারেন এ ধর্মটি সন্ত্রাসী কার্যকলাপের ঠিক বিপরীত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ