Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পদার্থে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৮, ৫ অক্টোবর ২০২১

পদার্থে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় আজ ৫ অক্টোবর প্রকাশ করা হলো পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম। তারা হলেন- জার্মানির পদার্থবিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান, জাপানি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী শুকুরো মানাবে এবং ইতালীয় পদার্থবিজ্ঞানী জর্জিও পারিসি।

বৈশ্বিক জলবায়ু ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হবে। নোবেল পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস, উষ্ণতা পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার, পরমাণু ও গ্রহীয় পরিসরের ভৌত কাঠামো এবং তার ওঠনামার মিথস্ক্রিয়া আবিষ্কারের কারণে এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

তাদের এই আবিষ্কার মানব কল্যাণে এক যুগান্তকারী মাইলফলক। প্রসঙ্গত, পৃথিবীতে প্রচলিত সব পুরস্কারের মধ্যে নোবেলকে সবচেয়ে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। গত ১০০ বছর ধরে এই পুরস্কার দেয়া হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ