Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আকাশচুম্বী বিদ্যুৎ বিলে দিশেহারা নিউইয়র্কের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৫, ২ মার্চ ২০২২

আকাশচুম্বী বিদ্যুৎ বিলে দিশেহারা নিউইয়র্কের বাসিন্দারা

বিদ্যুতের আকাশচুম্বী বিলে দিশেহারা নিউইয়র্কের মানুষ। সামারে যে বাসা-বাড়ির ইউটিলিটি বিল ২০০ ডলার ছিল এবারের উইন্টারে তা হয়েছে ৭০০ ডলার। শীতে সাধারণত গ্রীষ্মের চেয়ে বিল কিছুটা বেশি হয়ে থাকে। কিন্তু এবার বিল আসছে রেকর্ড পরিমান বেশি। 

এতে স্টেট গর্ভনর ক্যাথি হোকুলও বিস্ময় প্রকাশ করেছেন। দরিদ্র জনগোষ্ঠীকে এই অতিরিক্ত বিলে সহায়তার জন্য ফেডারেল সরকারের কাছে অনুদান চেয়েছেন তিনি। পাশাপাশি তিনি কনএডিসনকে বিলিং ব্যবস্থার সংস্কার করতে বলেছেন। 

এবার দ্বিগুন বা তিনগুন বিল আসায় মানুষ বড় ধরনের ধাক্কা খেয়েছে। কনএডিসন বলেছে, আমাদের কিছূই করার নেই। ইলেকট্রিসিটির দাম বেড়ে যাওয়ায় ইউটিলিটি বিল বেড়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ