Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভাইকে সহায়তার অভিযোগে ক্রিস কুমো চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৬ ডিসেম্বর ২০২১

ভাইকে সহায়তার অভিযোগে ক্রিস কুমো চাকরিচ্যুত

যৌন অসদাচরণের অভিযোগে গত আগস্টে পদত্যাগ করেন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। তাকে সহায়তার অভিযোগে তার ভাই সিএনএনের জনপ্রিয় সঞ্চালক ক্রিস কুমোকে বরখাস্ত করলো সংবাদমাধ্যম সিএনএন। 

সিএনএন জানিয়েছে, তারা আগে যা জানত, তার চেয়ে অনেক বেশি পরিমাণে ভাইকে সহায়তায় জড়িত ছিলেন সঞ্চালক ক্রিস কুমো। বরখাস্তের ঘটনায় ৫১ বছর বয়সী ক্রিস কুমো বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‌‌‘সিএনএনে এভাবে আমার সময় শেষ করতে চাইনি।’ সিএনএনের জনপ্রিয় উপস্থাপক ছিলেন তিনি। মার্কিন অঙ্গনে বেশ সুপরিচিত ক্রিস কুমো। 

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নতুন নথি প্রকাশের পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএনএনের নীতি নির্ধারকরা। নথিতে দেখা গেছে, বড় ভাই অ্যান্ড্রু কুমো যখন গভর্নর ছিলেন তখন তাকে সহায়তা করেছেন ক্রিস কুমো।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ