Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আউটডোর ডাইনিং বন্ধ করতে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ২৪ অক্টোবর ২০২১

আউটডোর ডাইনিং বন্ধ করতে মামলা

প্রাণঘাতী করোনা মহামারির প্রেক্ষাপটে নিউইয়র্কে আউটডোর স্ট্রিট ডাইনিং চালু করা হয়েছিল। সেটা বন্ধ করতে এবার মামলা দায়ের করেছেন একদল লোক। তারা বলছেন, উন্মুক্ত এই ব্যবস্থা মানসম্পন্ন জীবনযাপনকে ব্যাহত করছে। 

তাই এই ব্যবস্থা বন্ধ করা সময়ের দাবি। ম্যানহাটন সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে বলা হয়েছে, অস্থায়ী উন্মুক্ত রেস্তোরাঁ কর্মসূচিকে স্থায়ীত্ব দেওয়ার বিরুদ্ধে হাজার হাজার নিউইয়র্কবাসী তাদের মতামত দিয়েছেন। 

তারা ফুটপাতে শোরগোল, দুর্বৃত্তদের উপস্থিতি এবং আবর্জনার স্তূপসহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন। এছাড়া আউটডোর স্ট্রিট ডাইনিংয়ের কারণে ফুটপাতে চলাচল করতেও সমস্যার মুখে পড়তে হয়। এ অবস্থায় করোনাকালে চালু করা এই ব্যবস্থা বন্ধ করতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ