Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সমরেশ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ২১ অক্টোবর ২০২১

মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সমরেশ মজুমদার

সমরেশ মজমুদার

নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তির লগ্নে বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজমুদারকে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। সাহিত্যে অনন্য কীর্তির জন্য আগামী ২৮ অক্টোবর মেলার প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। 

মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৮ অক্টোবর শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। এই বাংলা বইমেলাকে বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে বিবেচনা করা হয়। 

প্রসঙ্গত, এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, কথা সাহিত্যিক দিলারা হাশেম ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। 

৬ বছর আগে এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করা হয়। এর অর্থমূল্য ২ হাজার ৫০০ মার্কিন ডলার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ