Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ১৭ অক্টোবর ২০২১

রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল আলোচনা

গতকাল ১৬ অক্টোবর নিউইয়র্কে ‘রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েচে। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিশ্বসম্প্রদায়কে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা গোষ্ঠীর সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মাসুদুল হাসান, সাংবাদিক ফজলুর রহমান, আব্দুল কাদের মিয়া, রিমন ইসলাম, সমাজসেবী জুলকার হায়দার। 

আরও বক্তব্য রাখেন ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিটন আহমেদ, কাতার প্রবাসী নজরুল ইসলাম, প্রবাসী শিল্পী ইকবাল হামিদ, অধ্যাপক হোসনে আরা, শেখ আতিকুল ইসলাম, মামুনুর রশিদ খান শিপু। 

এছাড়া আমেরিকা ইসলামিক সেন্টারের সভাপতি অ্যাডভোকেট নাসিরুদ্দিন আহমেদ, ব্যবসায়ী সানওয়ার চৌধুরী, বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার তহুরা চৌধুরী, বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ