Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাফেলোতে পিপলএনটেকের ক্যাম্পাস খোলার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ১৮ অক্টোবর ২০২১

বাফেলোতে পিপলএনটেকের ক্যাম্পাস খোলার আহ্বান মেয়রের

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের একটি নতুন শাখা উদ্বোধনের আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র বাইরন ব্রাউন।

গতকাল শুক্রবার আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের সিইও এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিপ বাফেলো শহরে অবস্থিত বিআইসিসি মসজিদ পরিদর্শন করেন। মসজিদ পরিদর্শন শেষে চ্যান্সেলর হানিপ মেয়র বাইরন ব্রাউনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফেলো বাংলা পত্রিকার সম্পাদক নিয়াজ মাকদুম।

এ সময় মেয়র ব্রাউন বলেন, দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করছে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমে চাকুরী প্রদান করেছে। যদি বাফেলো শহরে পিপলএনটেকের একটি শাখা করা হয় তাহলে এখানকার অনেক বাংলাদেশীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০০৫ সাল থেকে বাফেলো শহরের নির্বাচিত মেয়র মি. ব্রাউন তাকে আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে পুনরায় নির্বাচিত করার জন্য সেখানকার জনগনের প্রতি আহ্বান জানান।

মি. ব্রাউন বলেন গত ষোল বছরে তিনি বাফেলো শহরের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। ‘আমি আজ আপনাদের সামনে এসেছি—আগামী নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন এই আহ্বান জানাতে। সকল ধর্ম ও বর্ণের মানুষ যাতে এখানে নিরাপদ এবং আস্থার সাথে ব্যাবসা-বাণিজ্য করতে পারে সে জন্য আমি কাজ করে যাব,’ তিনি যোগ করেন।

 

এ সময় ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইতোমধ্যে ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া পর্যন্ত আমাদের পিপলএনটেকের ক্যাম্পাসের বিস্তার ঘটেছে। তারই ধারাবাহিকতায় বাফেলো শহরে একটি ক্যাম্পাস তৈরি করার পরিকল্পনা করছি।

‘আমি আশা করি পিপলএনটেকের মাধ্যমে এখানকার বাঙ্গালী কমিনিটি উপকৃত হবেন। যদি তারা পিপলএনটেক থেকে সঠিকভাবে আইটি প্রশিক্ষণ নেয়, তবে তাদের আর অড জব করতে হবে না। তারা অনেক ভালো বেতনে এই দেশের মেইন স্ট্রিমে চাকুরী করতে পারবেন,’ যোগ করেন তিনি।

এদিকে বাফেলো বাংলা পত্রিকার সম্পাদক নিয়াজ মাকদুম বলেন এই শহরে প্রায় পঞ্চাশ হাজারের মত বাংলাদেশী বাস করেন যাদের কর্মসংস্থানের সুযোগ খুবই কম। সুতারাং যদি পিপলএনটেকের মত একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এখানে শাখা উদ্বোধন করে তাহলে এখানকার বাংলাদেশীরাসহ অন্যান্যরাও উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক’র ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত হয়েছে। অনলাইনেও ক্লাস নিচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ ইউরোপের কয়েকটি দেশের ছাত্র-ছাত্রীরা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ২০১৯ সালে নিউইয়র্কে ক্যাম্পাস পরিদর্শনকালে প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রাখার জন্য পিপলএনটেকের প্রচেষ্টাকে ‘বৈপ্লবিক উদ্যোগ’ বলে উল্লেখ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপকে একজন ‘ম্যাজিকম্যান’ উপাধি দিয়ে ভূয়সী প্রশংসা করেন।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ