Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

খাবার পরিবহন কর্মীদের জন্য আইন পাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৯, ৫ অক্টোবর ২০২১

খাবার পরিবহন কর্মীদের জন্য আইন পাস

নিউইয়র্ক নগরীর খাবার পরিবহন (ফুড ডেলিভারি) কাজে নিয়োজিত কর্মীদের অধিকার ও স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আইন প্রস্তাব পাস হয়েছে। পরিবর্তিত বাস্তবতায় খাবার ডেলিভারি এখন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ কাজে জড়িয়ে পড়েছেন বিপুলসংখ্যক অদক্ষ শ্রমজীবী। অ্যাপসভিত্তিক খাবার ডেলিভারি সার্ভিস কর্মীদের স্বার্থে কোনো আইন না থাকায় এসব পেশাজীবীরা বঞ্চিত হচ্ছেন ব্যাপকভাবে। নিউইয়র্ক নগর এসব কর্মীদের স্বার্থে আইন প্রণয়নের প্রথম উদ্যোগ গ্রহণ করেছে।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাস করা আইনে খাবার সরবরাহকারী কর্মীদের অধিকার, নিরাপত্তা এবং মজুরি স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনে বলা হয়েছে, খাবার সরবরাহ কর্মীদের হোটেল-রেস্তোরাঁর টয়লেট ব্যবহারের সুযোগ দিতে হবে। তাঁদের সংক্ষিপ্ত সময়ের জন্য বিশ্রামের সুযোগ দিতে হবে। খাবার পরিবহনের জন্য সরবরাহকারীদের দূরত্ব নির্ধারণ করে দিতে হবে। গ্রাহকের কাছ থেকে পাওয়া টিপসের উপযুক্ত অংশ কর্মীদের দিতে হবে। সর্বোপরি খাবার পরিবহন কর্মীদের ন্যূনতম মজুরি প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

নগর আইন সভায় পাস করা এ আইন প্রস্তাবের সমর্থন জানিয়ে মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রান্তিক কর্মজীবীদের জীবনযাত্রা সহজ করার জন্য এমন যেকোনো উদ্যোগ শুধু মানবিকই নয়, অতীব জরুরি বলে তিনি মনে করেন। মূলত অভিবাসী সম্প্রদায় থেকে আসা এসব খাবার পরিবহন কর্মীদের স্বার্থে নিউইয়র্ক নগরের আইনপ্রণেতারা এগিয়ে আসার মধ্য দিয়ে নিউইয়র্ককে একটি মানবিক নগর হিসেবে তুলে ধরা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসা জনপদে ঘরে বসে খাবার অর্ডার করা এবং ডেলিভারি গ্রহণ একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা জীবনধারার অন্যতম অংশ হোটেল রেস্তোরাঁয় লোকজনের যাতায়াত কমছে স্বাস্থ্য সতর্কতার জন্য। এ কারণে খাবার পরিবহন ব্যবসায় জড়িয়ে পড়েছেন লাখো প্রান্তিক পরিবহন কর্মী। আইন প্রণয়নের মাধ্যমে নিউইয়র্ক এসব কর্মজীবীদের পাশে দাঁড়িয়েছে।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ