Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জুমা আদায়ের মধ্য দিয়ে নতুন ভবনে ফুলতলী ইসলামিক সেন্টার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৮:০১, ২৫ সেপ্টেম্বর ২০২১

জুমা আদায়ের মধ্য দিয়ে নতুন ভবনে ফুলতলী ইসলামিক সেন্টার

জুমা আদায়ের সময় উদ্ভোধনী সভা পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাধক আলহাজ শরীয়ত খান, সভার সভাপত্বিত করেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আজিমুর রহমান বুরহান, সভায় প্রধান 
অথিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা জালাল সিদ্দিক সাহেব ( সভাপতি উলামা সোসাইটি নিউ ইয়র্ক ),পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নজম উদ্দিন .

বক্তব্য দেন ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ইমাম ও খতিব আল্লামা সৈয়দ সাজেদুল হক , সভাপতি সৈয়দ মুহিতুর রহমান সুহেল ,বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান জনাব আজিমুর রহমান বুরহান ,ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মোতাহির হোসাইন ,সৈয়দ মাহবুব সুমন ,আব্দুল জলিল, স্হানীয় পুলিশ প্রিসেন্ট ১০৭ এর  কমান্ডিং অফিসার ক্যাপ্টেন চেন, সাবেক সভাপতি হাফিজ ইয়াহয়া মেন্দি ,

কমিউনিটি এক্টিভিস্ট রুকন হাকিম নব নির্বাচিত সাধারণ সম্পদ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ব্রঙ্ক্স ,কমিউনিটি লিডার ডাক্তার আব্দুল হান্নান ,বদরুল চৌধুরী , আমাদের মিডিয়া পার্টনার টাইম টিভি এর  পরিচালক আবুতাহের, আইটিভি ইউএসএ ও চ্যানেল৭৮৬-এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ |

উক্ত মাহফিলে অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মকদ্দস আলী, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আতিকুল হক বেলাল,জয়েন্ট সেক্রেটারি মালিক শেখ, অফিস সেক্রেটারি আলহাজ্ব লুৎফুর রহমান রুহেল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এ রহমান বদরুল, জনসংযুগ সম্পাদক আব্দুল কাদির লিপু, সদস্য সৈয়দ সায়েম ,

শাহ জামাল রহমত, মীর শফি উদ্দিন ,এ ছাড়া ও উপস্তিত ছিলেন হাফিজ কারী মৌলানা জুবায়ের আহমেদ রাজু ,এডভুকেট মৌলানা আশিক খান,কারী খালেদ ,কারী মাহবুবুর রহমান,আব্দুল হাই পারভেজ, আলহাজ্ব আব্দুল মন্নান, আব্দুল্লাহ ইসলাম ,মুর্শেদ রেজা, ডাক্তার কাওছার আহমেদ, আব্দুল খালিক,তাব্বির আহমেদ,এমদাদুল ইকবাল ,ইঞ্জিনিয়ার পারভেজ শিকদার ,সৈয়দ রাজিন,স্বপন আহমেদ ,কামরান ইসলাম,ফাহমিদ ইসলাম,শাহনিয়াজ ইসলাম,ওয়াহিদুর রহমান প্রমুখ


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ