Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

১৯তম উত্তর আমেরিকার নজরুল সম্মেলন ২০২২ প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২১

১৯তম উত্তর আমেরিকার নজরুল সম্মেলন  ২০২২ প্রস্তুতিসভা অনুষ্ঠিত

শতদল সভাপতি ও সম্মেলন কমিটির কনভেনার জনাব কবির কিরন এর সভাপতিত্বে ভারচুয়াল সভা শুরু হয়। সভায় আমেরিকার ও কানাডার বিভিন্ন স্টেট থেকে গুরুত্বপূর্ণ নজরুল অনুরাগী এবং গবেষকগন উপস্থিত ছিলেন। বিস্তারিত আলোচনা শেষে সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমুহ গৃহীত হয়- 
সম্মেলনের জন্য জুন ২৫ ও২৬,২০২২ দুই দিনব্যাপী অনুষ্ঠান নিকোলাস মিউজিক সেন্টার বেছে নেবার জন্য শতদল সংগঠনকে কে ধন্যবাদ দেওয়া হয় । নিউজার্সির রাটগারজ বিশ্ববিদ্যালয়ের এটি একটা অত্যন্ত  আধুনিক সম্মেলন কেন্দ্র।
 সম্মেলনের বাজেট সমন্বয়ের জন্য ব্যক্তিগত স্পনসর এর পাশাপাশি সংগঠন সমুহের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়।
সম্মেলনের জন্য একটি সময়োপযোগী ফোকাসড থিম শ্লোগান সহ সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সুচিন্তিত পরামর্শ প্রদান করেন।

নতুন প্রজন্মের জন্য এবং আমেরিকার জনগণের জন্য কিছু কিছু সেমিনার শুধু ইংরেজিতে করা হবে। সে জন্য একটা কোর কমিটি গঠন করা হবে। এ বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে সম্মেলন কমিটির চীফ কর্ডিনেটর দেবল গুপ্তা  অবহিত করেন।
সম্মেলন কেন্দ্রে একটা গ্যালারি স্থাপন করে নজরুল এর উপর ছবি, পুস্তিকা,  বই,  মেগাজিন প্রদর্শন এর ব্যবস্থা করতে হবে। 
নজরুল এর উপর দুটো ছবি তৈরি হয়েছে সে গুলো প্রদর্শন এর ব্যবস্থা করলে ভাল হবে বলে পরামর্শ দেওয়া হয়। সভায় অংশ নেওয়া সবাই শতদল এর এই  মহা পরিকল্পনার সাথে সুম্পৃক্ত করার উদ্যোগ কে সাধুবাদ  জানান।
অংশ গ্রহণ কারী সবার মতামত আন্তরিক ভাবে গ্রহণ করা হয় এবং তা লিপিবদ্ধ করা হয় বলে সভাপতি সবাইকে জ্ঞাত করেন। এবং মূল্যবান সময় ও মতামত দিয়ে সম্মেলনকে  সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইকবাল বাহার চৌধুরী, ড: জিয়াউদ্দিন আহমেদ , ডক্টর গুলশানারা কাজী, বেলাল কাজী,ডক্টর  র‍্যাসেল ম্যাকডরমেট, ডক্টর মোস্তফা মনির, গোলাম ফারুক ভুইয়া, ইরানী আমিন, মাহমুদ বিল্লাহ , রায়হান চৌধুরী, আতিকুর রহমান,  দেবল গুপ্তা,ড রফিক খান, ডক্টর সাদেক চৌধুরী, রাহাত চৌধুরী  মহিতোস তাপস, আখতার  আহমেদ রাশা, রাহাত চৌধুরী,  ডাক্তার ইমরুল চৌধুরী,  রুপা ঘোষ,পলি কবির, মোহাম্মদ দিলু মাওলা, দিলারা নাহার বাবু,  অনিন্দিতা  কাজী, শাহিন তরফদার,  মামুন কায়সার, সাবরিনা কবির ছন্দা, হাসান মাহমুদ,  ,  শামীম আরা বেগম,শামীম আশরাফী,এস এম ইকবাল ফারুক,আনোয়ার হোসেন ও সম্মেলন কমিটির সভাপতি কবির কিরণ ও সাধারণ সম্পাদক হাসান আমজাদ খান।
 অনুষ্ঠানের শেষে নজরুলের গান,কবিতা নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাতে অংশগ্রহণ করেন রুপা ঘোষ,পলি কবির, কবির কিরণ ও হাসান আমজাদ খান।

পরিশেষে নজরুল সম্মেলন ২০২২ এর সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ