Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রের রাজ্যসভায় সেনেটের বিশেষ সন্মাননা এবং নিমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২১ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের রাজ্যসভায় সেনেটের বিশেষ সন্মাননা এবং নিমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের অন্যতম রাজ্যসভায় মিশিগানের সিনেটর পল ওয়াজনো এক বরাত দিয়ে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এক বিশেষ সন্মাননা ট্রিবিউট এবং নিমন্ত্রণ পাঠিয়েছেন । সিনেটের পল ওয়াজনো তার সিলেট সভা এহং রাজ্য সভার হাউজ অব রিপ্রেজেনটেটিভ প্রতিনিধির বরাত দিয়ে বলেন রাজ্য প্রধান গভর্নর গ্রেচেন হুয়েটমার এবং সহ-রাজ্যপ্রধান লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলকৃষ্ট্রের সাক্ষরিত এক বিশেষ সন্মাননা ট্রিবিউটের উল্লেখ করেন । 

সিনেটর পল ওয়াজনো তার অফিসায়াল সরকারী স্মারকের অনুলিপি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষেদের সভাপতি ডক্টর রাব্বী আলমের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর প্রেরন করেন । উল্লেখ্য সেনেটর পল ওয়াজনোর এক্সিকিউটিভ সেকরেটারী কানী প্লাটো ওয়াশিংটন দুতাবাসের ক্যানসুল মিনিষ্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, নিউ ইয়ার্কের ডেপুটি ক্যানসুল জেনারেল এস এম নাজমুল হাসান এবং জাতিসংঘের স্থায়ী মিশনের এ্যামবাসেডর রাবাব ফাতিমার অফিসে যোগাযোগ করেন এবং বাংলাদেশী আমেরিকান কমিউনিটির পক্ষে ডক্টর রাব্বীকে ডেলিগেট হিসাবে নির্ধারণ করেন । 

সেনেটর পল ওয়াজনো স্মারকে আরো উল্লেখ করে বলেন গত বছর ২০২০ সালে বঙ্গবন্ধুর শতজন্ম দিবস উপলক্ষে মিশিগানের রাজ্যসভায় যৌথ ভাবে শেখ মুজিবুর রহমান কে স্পেশাল ট্রিবিউট দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং সেখানে বাংলাদেশ ওয়াশিংটনস্থ ক্যানসুল মিনিষ্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমানের উপস্তিতিতে ডক্টর রাব্বী আলম এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সেই বিশেষ ট্রিবিউটি গ্রহন করেছিলেন । আপনার যুক্তরাষ্ট্রের আগমন উপলক্ষে আমারা আনন্দিত এই জন্য যে, আপনি বঙ্গবন্ধুর কন্যা এবং বাংলাদেশের প্রধান মন্ত্রী । আমরা আশা করছি আপনি আমাদের ট্রিবিউট টি ভারচ্যুয়ালি জুমের মাধ্যমে গ্রহন করবেন যাহা ডক্টর রাব্বী আলম আপনার কাছে পৌছে দিবে । 

এছাড়া উল্লেখ্য এই যে, ডক্টর রাব্বী আলমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইউ এস কংগ্রেসের প্রতিনিধি কংগ্রেসম্যান এ্যান্ডি লেভিন জাতীর পিতার সন্মাননায় ওয়াশিংটন ডিসির কেন্দীয় কংগ্রেসে এক বিশেষ এবং অদ্বিতীয় কংগ্রেশনাল রেকর্ড প্রদান করেন । 

ইতি মধ্যেই কমগ্রেসম্যান এ্যান্ডি লেভিনের অফিসের বরাত দিয়ে জাতী সংঘের স্থায়ী মিশনে এবং বাংলাদেশের প্রধান মন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের মাধ্যমে ডক্টর রাব্বী আলমের সমন্বয়ের মাধ্যমে প্রধান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীকে কংগ্রেশনাল রেকর্ড এবং গভার্নরের স্পেশাল ট্রিবিউটের কথা জানানো হয় । যুক্তরাষ্ট্রের আর টিভি এবং আই টিভির বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান হেলালের মাধ্যমে এই ব্রেকিং নিউজ প্রবাসী বাংলাদেশীদের জন্য খুশির জোয়ার বয়ে আনছে । যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ড. রাব্বী সেনেটর পল ওয়াজনো, গভর্নর গ্রেচেন হুয়েটমার এবং কমগ্রেসম্যান এ্যান্ডি লেভিন কে ধন্যবাদ গ্যাপন করেন এবং তিনি আশা করছেন প্রধান মন্ত্রী তার এই সফরকালীন সময়ে এই বিশেষ সন্মাননা ট্রিবিউট গ্রহন করবেন ।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ