Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়ায় ইনডোর ইভেন্টে দেখাতে হবে টিকার সনদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১৯ আগস্ট ২০২১

ক্যালিফোর্নিয়ায় ইনডোর ইভেন্টে দেখাতে হবে টিকার সনদ

ক্যালিফোর্নিয়ার যে কোনো ইনডোর ইভেন্টে অংশ নিতে হলে দর্শক বা দর্শনার্থীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র কিংবা করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল দেখাতে হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ বুধবার (১৮ আগস্ট) এই নতুন নিয়মটি জারি করেন। আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে আইনটি কার্যকর হবে।

নতুন নিয়ম জারির সাথে পূর্বে টিকা গ্রহণকারীদের জন্য প্রযোজ্য কিছু নিয়মেরও পরিবর্তন আনা হয়েছে।

এর আগের নিয়ম অনুযায়ী দর্শনার্থীরা টিকা গ্রহণের সনদ বা নেগেটিভ ফলাফলের সনদ নিজ সত্যায়িত করতে পারতো। এখন থেকে সনদের সাথে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।

এর আগে কোনো ইনডোর ইভেন্টে সর্বোচ্চ পাঁচ হাজার বাসিন্দা যোগ দিতে পারতো। তবে নতুন নিয়ম অনুসারে এখন থেকে এক হাজার বাসিন্দা যোগ দিতে পারবে।

সিডিএইচপি ডিরেক্টর ও স্টেট পাবলিক হেলথ অফিসার ড. থমাস জে অ্যারাগন বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক ও এটি বড় একটি অংশের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে অনেক সংখ্যক মানুষ একজন আরেকজনের কাছাকাছি অবস্থান করলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে যায় বলে প্রমান পাওয়া গেছে।

তিনি আরো বলেন, 'নতুন এসব নিয়ম আরোপ করার মাধ্যমে আমরা করোনায় আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চাইছি'।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ