Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

তাহমিনা ওয়াটসন

‘জুলাইয়ের মাঝামাঝিতে আসবে নতুন বই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭, ১৩ জুন ২০২১

‘জুলাইয়ের মাঝামাঝিতে আসবে নতুন বই’

তাহমিনা ওয়াটসন

কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল-৭৮৬’র শুক্রবারের সাপ্তাহিক আয়োজন ‘ল এন্ড ইমিগ্রেশন’-এ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ওয়াটসন ল এন্ড ইমিগ্রেশন এর ফাউন্ডার, লেখিকা ও ব্লগার তাহমিনা ওয়াটসন। অভিবাসন ইস্যুসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালনায় ছিলেন আরজে আরিয়ান।

কেমন আছেন, ল এন্ড ইমিগ্রেশনে আপনাকে স্বাগত।
আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ।

লেখালেখিতেও আপনি জড়িত, নতুন বই নিয়ে কোন পরিকল্পনা কি আছে?
অবশ্যই। আগামী মাসের ১৫ তারিখ অর্থাৎ জুলাই এর মাঝামাঝি তে আমার নতুন বই আসবে। এই বইটার অডিও ভার্সন ও রেকর্ড করা হচ্ছে। 

ক্ষমতার পাঁচ মাসে বাইডেন প্রশাসনকে কতটা ইমিগ্রেশনবান্ধব মনে হচ্ছে?
খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে বিগত চার বছর(ডোনাল্ড ট্রাম্পের সময়) ল এন্ড ইমিগ্রেশন রুলস এর ক্ষেত্রে যে ধরনের ফাইল আটকে ছিলো, সেগুলোর কাজ কিন্তু ইতিমধ্যেই ইউএসসি আইসি দ্রুত সমাধান করার চেষ্টা করছে।এই অল্প সময়ের মধ্যে জো বাইডেন প্রশাসন খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে। হয়তো আরেকটু সময় লাগবে। 

বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার রেট কেমন? 
এখনো করোনার জন্য অনেক ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, তবে ভিসা রেট অবশ্যই ভালো। যারা স্টুডেন্ট ভিসায় এখানে আসতে চান তাদের অবশ্যই আবেদন করা উচিত। ইউএস অ্যাম্বাসি থেকে উত্তর পেতে অনেক সময় দেরি হলে ইউনিভার্সিটি থেকে অ্যাম্বাসি বরাবর মেইল করে জানানো হয় যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্লাস শুরু খুব দ্রুত,সুতরাং তাদের আসবার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। 
 

অ্যাসাইলামের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা উচিত কিনা?
আসলে পুরো প্রক্রিয়াটাই তো আইনগত বিষয়।সুতরাং চাইলেও হয়তো এক্ষেত্রে দ্রুত সমাধান সম্ভব না। তবে যে জট গত চার বছরে লেগেছিলো সেটা ছাড়াতেও কিন্তু একটু বাড়তি সময় লাগছে। 

অ্যাসাইলাম জটিলতার সহজ সমাধান কি? 
দুঃখজনক হলেও সত্য আসলে এর কোনো সহজ সমাধান নেই। আপনি যখন এভাবে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন যে-আপনার নিজ দেশে গেলে জীবননাশের সম্ভাবনা আছে, সেজন্যই কিন্তু আপনাকে ভিসা দেয়া হচ্ছে।তাই এটা আসলেই একটা জটিল প্রক্রিয়া। 

অবৈধপথে যারা যুক্তরাষ্ট্রে ঢুকছেন, তাদের জন্য আপনার পরামর্শ?
আসলে এই বর্ডার সমস্যার সমাধানে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে এই প্রশাসন।এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন যা একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া। আর যারা জীবনের ঝুঁকি নিয়ে বাই রোডে এখানে আসার কথা ভাবছেন তাদের বলবো এমন লোভে কখনোই পা বাড়াবেন না। 

এফএম-৭৮৬ এখন চ্যানেল-৭৮৬। এ বিষয়ে যদি কিছু বলতেন?
গ্রেট। আপনাদের কাজের পরিধি আরাও বাড়ুক আর সাফল্যমন্ডিত হোক। সেই প্রার্থনা রইল। 

সংবাদটি শেয়ার করুনঃ