Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চাঁদপুরে ইউএমআর ও সাদাকাহর কোরবানির গোশত বিতরণ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ১৫ জুলাই ২০২২

চাঁদপুরে ইউএমআর ও সাদাকাহর কোরবানির গোশত বিতরণ

ইউনাইটেড মিশন ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট তথা ইউএমআর-এর উদ্যোগে এবং সাদাকাহ ইউএসএ-এর সহযোগিতায় বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। 

পবিত্র ঈদুল আজহার দিন এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ইউএমআর ও সাদাকাহ ইউএসএ-এর স্বেচ্ছাসেবীরা এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির গোশত পৌঁছে দেন। গোশত হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। 

তাদেরই একজন আনোয়ারা বেগম বলেন, চরম অসহায়ভাবে আমাদের দিন কাটছে। এ অবস্থায় সাদাকাহ ও ইউএমআর-এর স্বেচ্ছাসেবীরা আমাদের হাতে কোরবানির মাংস তুলে দিয়েছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ