Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশে ধর্মীয় সহিংসতায় ১০২ মামলা, আসামি ২০ হাজার

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ২২ অক্টোবর ২০২১

বাংলাদেশে ধর্মীয় সহিংসতায় ১০২ মামলা, আসামি ২০ হাজার

পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে এখন পর্যন্ত ১০২টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ২০ হাজার ৬১৯ জনকে।

এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫৮৩ জন। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত আজ ২২ অক্টোবর এই তথ্য প্রকাশ করা হয়। 

গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতার ঘটনায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। 

অধিকাংশ মামলাগুলোই পুলিশ বাদী হয়ে দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে- আসামিরা সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, সরকারি কাজে বাধা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, নাশকতা-ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ