Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শেখ হাসিনার হুঁশিয়ারি

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ১৯ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শেখ হাসিনার হুঁশিয়ারি

বাংলাদেশে গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এমন সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারী উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূজামণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, এসব ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে হবে। পাশাপাশি জনগণকে ধৈর্য ধরতে হবে, কোনো প্রকার রি-অ্যাকশন করা যাবে না। 

কোরআনের যদি কেউ অবমাননা করে, তাহলে কেউ অথরিটি দেয়নি যে ঘরবাড়ি ভাঙতে হবে। এটা অপরাধ। কেউ যদি ধর্ম নিয়ে অবমাননা করে তাহলে প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি। কিন্তু ধ্বংসাত্মক কাজ করবো, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ