Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

তোমাকে আরেকবার নমস্কার

মৃধা আলাউদ্দিন

প্রকাশিত: ২১:৩৫, ২৯ অক্টোবর ২০২১

তোমাকে আরেকবার নমস্কার

(শ্রদ্ধেয় স্যার আবদুল মান্নান সৈয়দ আপনাকে...) 

নদীর মতো অতল শ্রদ্ধায় ডুবে আছো হে বটবৃক্ষ! ভেজা রৌদ্রের গাঙচিল, আড্ডাবাজ আর গানের মানুষ তোমাকে আরেকবার নমস্কার। 
২.
তোমাকে নিয়ে আরেকটি ভাঁজপত্র লিখবো, ঠিকানা দাও কবি। নাকি বাতাসের-আকাশের ঠিকানায় লিখবো? হে নিঃসঙ্গ শম্বুক বলো তুমি... 
এবঙ আরেকবার এসো পাহাড়-দরিয়ানগরের শার্শি, দাও দেখি তোমার প্রশান্ত ঠোঁটের ওই উজ্জ্বল্য হাসি।
৩.
আমরা আরেকটা খাণ্ডবদাহন চাই; চাই একজন দেশদরদি, আজাদী সৈনিক-- 
আমরা এ কথা শুনে খুব কষ্ট পাচ্ছি-- তুমি আর ফিরে পাবে না, তোমাদের জমিদারি এবঙ বড়ো নিঃসঙ্গ, একাকী পার করে গেলে তোমার এ দীর্ঘ জীবন। 
৪. 
নিরিবিলি, নিঃসঙ্গ- একা শুয়ে আছো ধলঘাটে। জানি তোমার স্নেহার্দ্র-- আহ না আর শুনতে পাবো না। বেশ চমৎকার ছিল তোমার বাংলা বলার ঢঙ- বক্তব্যও রাখতে বেশ সুন্দর, সাবলীলভাবে।
৫. 
নদীর মতো অতল শ্রদ্ধায় ডুবে আছো হে বটবৃক্ষ! ভেজা রৌদ্রের গাঙচিল, আড্ডাবাজ আর গানের মানুষ তোমাকে আরেকবার নমস্কার।

সংবাদটি শেয়ার করুনঃ