Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাহসের পরাগায়ন

নাজমুস সায়াদাত রচিত

প্রকাশিত: ২১:২২, ২৯ অক্টোবর ২০২১

সাহসের পরাগায়ন

অনেক তারার ওই আকাশে একটা তারা খুঁজে
সেই তারাটা কোথায় আছে মন গেছে তা বুঝে
অনেক সাগর তৃষ্ণা বুকে দিন গুনেছি একা
আজ মনে হয় মন-মরুতে মরুখানের দেখা
অনেক পাখির গান শুনেছি অনেক গানের সুর
গল্প বলা হাজার রাতে স্মৃতির সমুদ্দুর

হাতের মুঠোয় রোদ ধরেছি তামাম দিনের আলো
বৃষ্টি দিনে খুব কেঁদে তাই মন করেছি ভালো
সাহস করে কই নি আমি নদীর কাছে যাবো
কেউ কোনদিন ঠিক করে নি কী গান আমি গাবো

সস্তা দরের চিন্তা নিয়ে রাত করেছি পার
জীবন খেলায় জিতবো বলে হেরেছি বারবার
আজকে আবার কি যে হলো জেতার আশা বুকে
ইচ্ছে বাড়ির মন দেয়ালে কে যায় পেরেক ঠুকে
কার হাতুড়ির পড়ছে বাড়ি  মনের এ দরজায়
কে যায় দিয়ে হাতছানি আজ নিবির নিরালায়

শ্রাবণ মেঘে প্লাবন ডেকে বন্যা এলো আজ
নামলে পানি জমলে পলি স্বপ্নে কারুকাজ

মনে আশার বাসা বেঁধে স্বপ্ন করি চাষ
উঠলে ফসল ভরবে গোলা আহার বারো মাস
এমন দিনের আশায় থেকে দিন যে কতো গেছে
জীবন বাঁচা খাবার নিয়েই ছিলাম শুধু বেঁছে
আজ মনে হয় এই আমিটার থাকবে না আর ক্ষুধা
মনের কোণে স্বপ্নটা তাই যাচ্ছে দিয়ে সুধা

কিসের টানে কিসের পানে মন পবনের নাও
পাল তুলে আজ দুর্নিবার এক স্মৃতিতে হারাও

হাসবো বলে আসবো ফিরে দিয়েছিলাম কথা
হৃদয় মাঝে পাওযার খুশি চাওয়ার আকুলতা
আমার আমি আমার মাঝেই আজ হারাতে চাই
নিজের মাঝে বিলীন হবার কারণ খুঁজে পাই

পুরোন দিনের গল্পগুলো নতুন খামে ভরে
পাঠাতে চাই তারার দেশে একটা তারার ঘরে
যে তারাটা আপন ভেবে খামটা খুলবে না
ফুরিয়ে যাবার আশঙ্কাতে গল্পও তুলবে না

সুর থেকে যায় এমন গানের রেশটা থেকে যায়
ভরা নদীর দু’কুলও বয় বাধা যদি পায়

রাস্তা হাঁটি সাঁতার কাটি জনারণ্যে ঢেউ
তারই মাঝে একটা জলজ খুঁজে দিলো কেউ
 চেয়ে দেখি সেই ঝিনুকের মুক্তাটাই বিরল
যার কারণে এই পৃথিবী বাঁকা বা সরল
যার কারণে হাবিল-কাবিল খুনাখুনি পাপ
যার কারণে রক্তনদী আদিম অভিশাপ
যার কারণে ভাঙ্গা গড়া বাঁচা এবং মরা
যার কারণে ফুলের ফাগুন শীতের পাতা ঝরা
যার জন্য নগর উজাড়  শূন্য যে হয় মন
যার জন্য দুঃখ নদী কষ্টে আলিঙ্গন
যে দুঃখ আজ বদলে দিলো সময় কাটার চলা
সুখ-পারদের ওঠা-নামা মনের ছলাকলা

মন কবিতার সুবাস মেখে সবাই তো অস্থির
সেই কবিতা পড়বে বলে লড়ছে কত বীর
এই লড়াইয়ে জিতেছে কেউ গড়ছে সুখ মহল
ইতিহাসের পাতা জুড়েই তাদের কোলাহল

রোদের মাঝে বোধের ছায়ায় একলা হেঁটে যাই
পালিয়ে যায় সূর্য কিরণ ধরতে যখন চাই
আজ মনে হয় সূর্য ধরার পেয়েছি সুযোগ
হাত বাড়ালে বাঁধ সাদভে নেই যে অভিযোগ
সূর্য শুধু একা তো নয় তামাম আকাশ ভাব
আমার মুঠোয় লুকোতে চায় আপন মনে করে
হাতের মুঠোয় গ্রহ-তারা অসীম বø্যাকহোল
ধূমকেতু আর জ্যোতিষ্করা হাতকে ভাবে কোল
সবাই এসে চুপি চুপি উঠছে আমার মুঠোয়
গোটা আকাশ ভরলো ফেলে আমার এ হাত দুটোয়

এখন আমি মুঠো দুটো তাকেই পাঠাবো
যাকে নিয়ে অনন্তকাল জীবন কাটাবো।

সংবাদটি শেয়ার করুনঃ