Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ডাহুকী

শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ

প্রকাশিত: ০০:১৩, ২০ সেপ্টেম্বর ২০২১

ডাহুকী

যদি জনারণ্যে কেটে যায় রাতদিন নিঃসঙ্গ-বন্ধুহীন, তবে
বারোমাসী নেটে দিও কষ্টের কল প্রীতিমুগ্ধতার আহ্লাদে
আমি হাঁটুজল ভেঙ্গে হেঁটে যাবো তোমার কষ্টের কুটিরে।

যদি মনোজৈবিক কষ্টে কাটে কাঠঠোকরা প্রহর, তবে
কার্গো বোঝাই করে পাঠিয়ে দিও হৃদয়পুর ট্রান্সপোর্টে
আমি কুলিহীন খালাস করে নেবো ট্রাকভর্তি সব কষ্ট।

যদি সঙ্গীহীন বারোটি মাসই হেঁটে হেঁটে হও ক্লান্ত, তবে
হিজলের ছায়ায় জিরিয়ে যেও তুমি কিষাণের ঝিয়ারী
আরণ্য আদরে খোলে অস্তিত্বের খোলস প্রীতিমুগ্ধতায়।

যদি ঘেমে হও ভাপা দমবন্ধ চৈত্রের চাতকী দুপুর, তবে
আমার অস্তিত্বের বারান্দায় এসে বসো বোতাম খোলে
দখনে বাতাস টুপ করে ঢুকে যাবে পোড়াদেহের ভিতর।

যদি উষর খরায় পোড়ে ভাদ্রভরা গ্রীষ্মের গতর, তবে
প্রকৃত চাষীর জমিতে পা ফেলে দেখো; কেমন স্বস্তির
পলিতে দে'বে যাবে তুমি শুদ্ধ কাদাজলে ভিজে-গলে!

যদি জলহীন জ্বলো বারোমাসী জলের আগুন, তবে
ঈভের মত জ্বলে ওঠো ফের আদিম জলের ইসারায়
আমি আদম হয়ে গিলে নেবো তোমার কষ্টের গন্দুম।

সংবাদটি শেয়ার করুনঃ