
আমার স্বপ্নের ইতিহাস, আমার অধিকারের ইতিহাস
আমার রক্তের স্বাধীন ভূমি- নাম তার প্যালেষ্টাইন।
যে মাটিতে নবি সোলায়মানের হুদহুদ
শান্তির পয়গাম বিলিয়ে দিতো পৃথিবীর সকল সংসদে।
নবি মুহম্মদের পদধূলিতে বরকতময় আল-আকসা।
যে মাটির নৃতত্ত্বে উঁকি দেয় স্রষ্টার কুদরতের নিদর্শন।
যে মানবিক প্যালেষ্টাইন বুকে ধারণ করলো ঘরহীন অকৃতজ্ঞ।
এই মাটিতে আজ কাপুরুষ নিমকহারাম!
কলমের ভাষা হারিয়ে জীবন বাকরুদ্ধ।মুখের উচ্চারণ স্তব্ধ।
আমি দাঁড়িয়ে আছি বিশ্বাসঘাতকদের সাজানো অসভ্যতায়।
মুখের বুলিতে স্বার্থপর হিজড়ে মানবতা। মানচিত্রে মানচিত্রে
জ্বালায় নরক দহন। সমুদ্রের ওপারে দখলদার রক্ত পিপাসু শকুনের ক্ষমতার বদল হয়।মনের একই গোপন খাতায় রক্তের হোলি খেলে। স্বাধীনতা ! মানবতা! হিংস্রতায় পুড়া লেলিহান।
বলে ‘ ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে ‘।
অধিকারের নামে পাঁচ দশক দানবের আগ্রাসন
ক্ষমতার দখলে পিষ্ট প্যালেষ্টাইন ও গাজায় মানবতা।
প্রতিদিনের দৃশ্যে চেতনার ওপাশে নির্যাতিত মানুষ কাঁদে
আমরাও কাঁদি অথচ দৃশ্যমান অমর ইতিহাস প্যালেষ্টাইন।
হে প্যালেষ্টাইন ও গাজার শিশু জেনে রাখো
যারা উড়ে এসে জুড়ে বসলো তোমাদের মাটিতে ওরা উদ্বাস্তু।
প্যালেষ্টাইন ও গাজার মাটি তোমাদের মৌরসি অধিকার।
পোড়া মাটি লেলিহান আর মৃত্যুর ভয় জয় করে পাথর খন্ড
ছুঁড়ে দাও শত্রুর বুকে। আত্মার অভিশাপের লোলা থু থু
ছিটিয়ে দাও পৃথিবীর তাবৎ ক্ষমতাসীন, বণিক ও ধার্মিকদের মুখে।
যাদের হাতে ঝুলে আছে মানবতা।
আমরাও থু থু ছিটাই ওদের ডাবল ফেইস মুখে।